গত ১৮ জুন, ২০২৫ তারিখেশিউলিমালা একাডেমি-এর সেক্রেটারিয়েট সদস্যাদের ষান্মাসিক (জানুয়ারি-জুন) অধিবেশন’২৫ ঢাকার একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
একাডেমি-এর সম্মানিত প্রেসিডেন্ট জনাবা নাজিয়া তাসনীমের সভাপতিত্বে, কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যাগনের অংশগ্রহণে পর্যালোচনামুখর আবহে এ অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছে।।