একাডেমি বিভাগ
বুদ্ধিবৃত্তিক সংকট মোকাবেলায় যোগ্য স্কলার হিসেবে গড়ে উঠার পথ দেখিয়ে দেওয়া এবং সেদিকে ধাবিত করাই একাডেমি বিভাগের মূল লক্ষ্য।
ছোটদের ইতিহাস কোর্স
ইসলামী সভ্যতা, সমাজ ও সংস্কৃতির মিরাস ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিচালিত হচ্ছে ছয় মাস ব্যাপী ছোটদের ইতিহাস কোর্স
এক বছর ও দুই বছর মেয়াদী কোর্স
নির্দিষ্ট সিলেবাসের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এক বছর ও দুই বছর মেয়াদী কোর্স।
বিষয়ভিত্তিক সেমিনার
তারুণ্যের মধ্যে সমাজ, সভ্যতা ও জ্ঞানভিত্তিক আলাপ জারি রাখার প্রয়াসে মৌলিক ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়মিত আয়োজন করা হচ্ছে বিষয়ভিত্তিক সেমিনার ও প্যানেল আলোচনার। অনলাইন (জুম) এবং সরাসরি— উভয় মাধ্যমে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রথিতযশা আলোচকদের পাশাপাশি তরুণ চিন্তক ও বক্তারাও নিয়মিত আলোচনা রাখছেন।
আন্তর্জাতিক স্কলারদের নিয়ে সেমিনার ও বিশেষ ক্লাস
মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ নারী স্কলারদের আমন্ত্রণ জানিয়ে
নানা বিষয়ে তাদের দারস গ্রহণের মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক নারী স্কলারদের নিয়ে সেমিনার ও বিশেষ ক্লাস।
আড্ডা ও পাঠচক্র
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং ক্যাম্পাস ভিত্তিক ছাত্রীদের মাঝে চিন্তা ও জ্ঞান চর্চার পাটাতন ‘শিউলিমালা পাঠচক্র’। ফলবিহীন আলাপের গণ্ডি থেকে বের করে এনে এই দেশ, মাটি, মানুষ, সমাজ, সংস্কৃতি ও সময়কে সামনে রেখে বিদ্যমান সংকটকে চিহ্নিত করা; সেইসাথে এই সমস্যা সমাধানকল্পে যথাযথ উন্নত চিন্তার জন্ম দিয়ে জাতীয় মেধা, মনন এবং অভীপ্সাকে মুক্তির বন্দর পানে এগিয়ে নিয়ে যেতে এবং যুবমননে আত্মশক্তির বীজ বুনে দিয়ে জ্ঞান ও হিকমতের আলোকে নারী অঙ্গনের চিন্তা, যুক্তি ও বুদ্ধিবৃত্তিকে গঠন করে একটি স্বপ্নময় নারীসমাজ গঠন করতে চায় শিউলিমালা পাঠচক্র।
What Our Students Have to Say



