গত ২০ জুলাই, ২০২৫ শিউলিমালা একাডেমির সেক্রেটারিয়েট সদস্যাদের উপস্থিতিতে ঢাকার একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত দিনব্যাপী বিশেষ ক্লাস ও কর্মশালা হয়েছে।।
দিনব্যাপী এই আয়োজনের প্রথমার্ধে ছিল– বিশেষ ক্লাস ও কর্মশালা এবং দ্বিতীয়ার্ধে ছিল– বিশেষ অধিবেশন।
বিশেষ অধিবেশনে শিউলিমালা একাডেমির প্রেসিডেন্ট শ্রদ্ধেয়া নাজিয়া তাসনিম-এর তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগীয় কাজসমূহের পর্যালোচনা অনুষ্ঠিত হয়। সবশেষে সেক্রেটারিয়েট সদস্যাদের ভোটের মাধ্যমে আগামী সময়ের জন্য সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তরুণ অনুবাদিকা ও সম্পাদিকা শ্রদ্ধেয়া জান্নাত আরা তাবাসসুম। ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. সুমাইয়া তাবাসসুম এবং সাংগঠনিক সেক্রেটারি হিসেবে মনোনীত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শ্রদ্ধেয়া নাফিসা বিনতে ওমর, ষাণ্মাসিক শিউলিমালা’র সম্পাদিকা হিসেবে মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী, তরুণ গবেষক, অনুবাদিকা ও সম্পাদিকা শ্রদ্ধেয়া সাবিহা আক্তার শুচি।