শিউলিমালা একাডেমি

প্যানেল ডিসকাশন: সভ্যতার বিনির্মাণে ভাষার ভূমিকা

আলহামদুলিল্লাহ।
গত ০৭ আগস্ট, ২০২৫ শিউলিমালা একাডেমি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. আব্দুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে আয়োজিত হয়েছে ‘সভ্যতার বিনির্মাণে ভাষার ভূমিকা’ শীর্ষক প্যানেল ডিসকাশন।।

সভ্যতার ইতিহাস মানেই ভাষার বিকাশের ইতিহাস। ভাষা শুধু ভাবপ্রকাশের মাধ্যম নয়, বরং একটি জাতির চেতনা, আত্মপরিচয় ও সাংস্কৃতিক অবয়ব গঠনের মৌলিক উপাদান।
এই প্রেক্ষাপটকে সামনে রেখেই আয়োজিত হয়েছে আজকের প্যানেল ডিসকাশন, যেখানে ভাষা ও সভ্যতার সম্পর্ক, সাংস্কৃতিক বিকাশে ভাষার ভূমিকাসহ বহু দিক নিয়ে আলোচনা করেছেন দেশবরেণ্য চিন্তাবিদ ও শিক্ষাবিদগণ।

শিউলিমালা একাডেমির সম্মানিত প্রেসিডেন্ট শ্রদ্ধেয়া নাজিয়া তাসনীম এর উদ্বোধনী বক্তব্যের পর প্রবন্ধ পাঠ করেছেন তরুণ ঔপন্যাসিক ও গবেষক মিমি বিনতে ওয়ালিদ।
প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন গবেষক ও লেখক মাওলানা ইফতেখার জামিল এবং বিশিষ্ট লেখিকা ও সাহিত্যিক অধ্যাপক গুলশান আরা।

প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এবং বক্তব্য দিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম।

অতিথি ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ডিসকাশন শেষে আগত অতিথিগণকে উপহার তুলে দেয়া হয়।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *