শিশু-কিশোরদের মননে গল্পালাপে বারোশত বছরে ইসলামী সভ্যতার স্বর্ণালী ইতিহাস ও ঐতিহ্যের মিরাস তুলে দেওয়ার লক্ষ্যে শিউলিমালা একাডেমির একাডেমী বিভাগের অধীনে পরিচালিত হওয়া ‘ছোটদের ইতিহাস কোর্স’ সমাপ্তির পর
“ইসলামি সভ্যতার মিরাস পৌঁছে যাক প্রজন্ম থেকে প্রজন্মাতরে” –এই স্লোগানকে সামনে রেখে গত জুলাইয়ে কোর্সের সনদ প্রদান অনুষ্ঠান হয়।
শিউলিমালা একাডেমির একাডেমী বিভাগের অধীনে পরিচালিত ‘ছোটদের ইতিহাস কোর্স’ এর সনদ প্রদান অনুষ্ঠান
