শিউলিমালা একাডেমি

শিউলিমালা একাডেমির মুখপত্র ষাণ্মাসিক “শিউলিমালা” ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন

শিউলিমালা একাডেমির প্রেসিডেন্ট মুহসিনা বিনতি মুসলিমের সভাপতিত্বে মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ষাণ্মাসিক শিউলিমালার সম্পাদক জান্নাত আরা তাবাসসুম, শিউলিমালা একাডেমির ভাইস প্রেসিডেন্ট নাফিসা নাজমী, মিমি বিনতে ওয়ালিদ ও নাজিয়া তাসনিম এবং সেক্রেটারিয়েট বডির সদস্য সাবিহা আক্তার শুচি। এছাড়াও অনুভূতি মূলক বক্তব্য রাখেন একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য জেবা ফারিহা।

সভাপতির বক্তব্য রাখেন সম্মানিত প্রেসিডেন্ট মুহসিনা বিনতি মুসলিম।

সবশেষে সেক্রেটারিয়েট বডির সদস্য ও একাডেমির শিক্ষার্থীদের উপস্থিতিতে সম্মানিত প্রেসিডেন্টের নেতৃত্বে পত্রিকার মোড়ক উন্মোচন হয়।

জাতীয় মেধা ও মননকে মুক্তির বন্দর পানে এগিয়ে নিয়ে যেতে যুবমননে আত্মশক্তির বীজ বুনে দিয়ে তাদের তাদের চিন্তা ও বুদ্ধিবৃত্তিকে গঠনের প্রয়াসেই ষাণ্মাসিক শিউলিমালার পথচলা। বরাবরের ন্যায় এবারও বাংলাভাষী মানুষের কাছে আখলাক ও আদালতপূর্ণ সমাজভাবনাকে উপস্থাপন এবং যুবজিজ্ঞাসার জবাবকে যৌক্তিকভাবে তুলে ধরার লক্ষ্যকে সামনে রেখে পত্রিকাটি সাজানো হয়েছে।

এবারের সংখ্যায় প্রখ্যাত দার্শনিক রজার গারাউডি, পরিবেশবিদ সাইয়েদ হুসাইন নসর, ঐতিহাসিক মোহর আলী ও ড. খাদিজা গরমেজের গুরুত্বপূর্ণ প্রবন্ধের পাশাপাশি থাকছে এক ঝাঁক তারুণ্যের চিন্তালাপ।

আশা করছি এ সংখ্যাটিও যুবমননে চিন্তা ও আশার খোরাক যোগাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *