শিল্পকলা বিভাগ
শিল্পকলা একটি জাতির রুচিবোধ, মননশীলতা, সৃজনক্ষমতা ও স্বকীয়তার পরিচায়ক। পাশ্চাত্যের বস্তুবাদী ধ্যান-ধারণার বিপরীতে ইসলামী সভ্যতা শিল্পকে এক গভীর বিমূর্ত ও আত্মিক ধারণা হিসেবে উপস্থাপন করেছে। ইসলামী সভ্যতার সেই ঐতিহ্য ও মীরাসকে ধারণ করে। “শিল্পের জন্য শিল্প নয়; সামাজিক রূহকে সঞ্জীবিত করে তোলার জন্য শিল্প”— এই স্লোগানকে সামনে রেখে আর্ট, ফটোগ্রাফি ও শিল্পকলার বিভিন্ন দিক নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই বিভাগ।

মুঘলদের শিল্প
উপমহাদেশকে সভ্যতার স্বর্ণশিখরে আরোহণ করানো মুঘল সালতানাতের শিল্পকলার ইতিহাসও ছিলো উৎকর্ষের অধিকারী।
মুঘল আর্ট প্যাটার্নে জায়গা করে নিয়েছিলো শ্যামলিমায় ঘেরা এ উপমহাদেশের লতা-পাতা-ফুলের সৌন্দর্যও।
বর্ণিল পটভূমিতে নানা রঙে রঙিন ফুল, লতা-পাতার নকশা সম্বলিত মুঘল আর্ট প্যাটার্ন যেন উপমহাদেশের প্রাণকেই ধারণ করে আছে যুগের পর যুগ ধরে।
চিত্রকর: রাহিমা রিমা

হৃদয়ে কুদস
হে আমার কুদস!
আমার প্রাণের স্পন্দন!
তোমার জন্য আমার বিনিদ্র রাত, আমার বিড়বিড়ানি এবং আশ্রয়প্রার্থীদের দোয়া!
কে জানবে!
হে আমার কলিজার টুকরো!
যে ভূমিতে সূচনা হয় আমার ঊষার আলোর,
তাকে ঢেকে নিচ্ছে নিকষ কালো আঁধার!
আমাকে কাঁপিয়ে তোলে রাতের বেলার দীর্ঘশ্বাস,
আমার হৃদয়ে একত্রিত হয় তীব্র যাতনার ছায়াগুলো..
চিত্রকর: ফারিহা ইসলাম

'জুমা মোবারক'
সমগ্র মুসলিম উম্মাহকে এক রূহানি ঐক্য ও ওয়াহদাতের চেতনায় ধাবিত করার অসাধারণ দিন জুমা। জুমা আমাদের স্মরণ করিয়ে দেয়, মুক্তির শপথদীপ্ত একদল ইস্তেকামাতপূর্ণ মানুষের হাত ধরেই একটি নতুন দুনিয়া প্রতিষ্ঠা সম্ভবপর। জুমা আমাদের ঐক্যের চিহ্ন বহন করে, আমাদেরকে পুনর্জাগরণের চিন্তায় বিভোর করে।
সকল জরা জীর্ণতা, বিষাদ-বিমর্ষতা কাটিয়ে, সত্য সুন্দর ও কল্যানময় আগামীর স্বপ্নে নতুন করে শুরু করার প্রত্যাশায় 'জুমা মোবারক'!
চিত্রকরঃ ফারিহা ইসলাম

আমার ইস্তাম্বুল
পাঁজরে বাঁধা হাতিয়ার,
হৃদয়ে স্পন্দিত গাঢ় বিশ্বাস,
আর সম্মুখে প্রাচীর সমান স্বপ্ন...
আমাদের নূর!
আমাদের বিজয়!
ফাতিহ সুলতান মাহমুদের অনাগত পূর্ব বিজয়ের দৃঢ় বিশ্বাসের প্রতিধ্বনি, “হয় আমি ইস্তাম্বুলকে নিয়ে যাবো, অথবা ইস্তাম্বুল আমাকে!”
চিত্রকর: রাহিমা রিমা

মুক্ত ফিলিস্তিন
হাতকড়া ভেঙ্গে স্বাধীন পতাকা নিয়ে হানজালা শীঘ্রই ফিরে যাবে তার জলপাই বাগানের পবিত্র ভূমি ফিলিস্তিনে। খুব শীঘ্রই...
চিত্রকর: তাকিয়া তাবাসসুম যীবা