শিউলিমালা একাডেমি

শিউলিমালা একাডেমি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী উৎসবের আয়োজন

আলহামদুলিল্লাহ।।
আল্লাহর অশেষ অনুগ্রহে এবং সকলের নিরবচ্ছিন্ন দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহমর্মিতায় আমাদের প্রাণের প্রতিষ্ঠান শিউলিমালা একাডেমি তার চারটি বছর পূর্ণ করে পঞ্চম বর্ষে পর্দাপণ করেছে। সে উপলক্ষে গাজীপুরের একটি রিসোর্টে দিনব্যাপী বর্ষপূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে।

আয়োজনের শুরুটা হয় মহান রবের অমীয় বাণী পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপরেই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভূমি এবং অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম দেশ বাংলাদেশের সন্তান হিসেবে আমাদের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর, অনুষ্ঠানের মূল পর্বের সূচনা হয় প্রেসিডেন্টের বক্তব্যের মাধ্যমে। এই আয়োজনে ছিলো- সাংস্কৃতিক পরিবেশনা ও খেলাধুলা, ওয়ার্কশপ, স্মৃতিচারণ এবং হৃদ্যতা নির্মাণের এক অনন্য পরিসর। শিউলিমালা একাডেমি-এর মূলনীতি, বিগত সাড়ে চার বছরে সামগ্রিক কার্যক্রম এবং আগামীর পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন অত্র একাডেমির সম্মানিত প্রেসিডেন্ট শ্রদ্ধেয়া নাজিয়া তাসনীম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *