শিউলিমালা একাডেমি

বিশেষ সেমিনার– “শোষণ ও সাম্রাজ্যবাদ : অনতিবাহিত এক অতীত”

গত ২৯ এপ্রিল, ২০২৫ তারিখে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে– শিউলিমালা একাডেমির চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

চট্টগ্রাম অঞ্চলের কো-অর্ডিনেটর কাজী তাসনীমের সঞ্চালনায় উক্ত সেমিনারে– “শোষণ ও সাম্রাজ্যবাদ : অনতিবাহিত এক অতীত” শীর্ষক শিরোনামে আলোচনা তুলে ধরেন, শিউলিমালা একাডেমির সম্মানিত প্রেসিডেন্ট, বিশিষ্ট গবেষক, অনুবাদিকা ও সংগঠক নাজিয়া তাসনিম।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য প্রধান করেন, শিউলিমালা একাডেমির ভাইস প্রেসিডেন্ট, ঔপন্যাসিক ও মিডিয়া ব্যক্তিত্ব মিমি বিনতে ওয়ালিদ এবং একাডেমির সেক্রেটারি জেনারেল ডা: সুমাইয়া তাবাসসুম।।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্যাম্পাসসমূহের শিক্ষার্থীবৃন্দের প্রানবন্ত উপস্থিতিতে খুব ভালভাবেই সেমিনারটি বাস্তবায়িত হয়, এবং সেমিনার শেষে আগত কয়েকজন শুভাকাঙ্ক্ষী মেহমানকে উপহার তুলে ধরা হয়।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *