শিশু-কিশোরদের মনন আমাদের কাছে আমানত। এ মননকে প্রস্ফুটিত করার দায়িত্ব আমাদেরই। আর তাই “ইসলামী সভ্যতার মিরাস পৌঁছে যাক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে” এই স্লোগানকে সামনে রেখে শিশুদের উপযোগী সিলেবাস-এর ভিত্তিতে পরিচালিত হচ্ছে ছোটদের ইতিহাস কোর্স।
গল্পালাপে ইতিহাসের বাঁকে বাঁকে চাপা পড়ে থাকা নির্যাস তুলে এনে আগামীর প্রজন্মের হাতে বারোশত বছরের ইসালামী সভ্যতার মিরাস তুলে দেওয়াই আমাদের লক্ষ্য।
কোর্সে যুক্ত হবার নিয়মাবলি :
তৃতীয় থেকে দশম শ্রেণির ছাত্রীরা এ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।