মুসলিম স্থাপত্যের সূচনাকারী ইমারত – পর্ব ০১
এই ভারত ভূ-খন্ড হাজার বছরের সভ্যতা আর সংস্কৃতির এক বিচরণভূমি। এ জলজ ভূখণ্ডে ভিনদেশি শাসকেরা স্থাপত্য নির্মাণে নিজস্ব ভাবনা-ধারণা না চাপিয়ে বরং শ্যামল ভূভাগের প্রেমে পড়ে যায় এবং ভূ-ভাগে বুদ্ধিমত্তার সঙ্গে স্থাপত্য নির্মাণে সচেষ্ট হয়– যে স্থাপত্য বাংলার জলবায়ু, স্থান, গ্রামীণ অবকাঠামোর সঙ্গে মিলেমিশে যায়। ভারতে প্রাক-সুলতানি আমলের মুসলিম স্থাপত্য পর্ব -১ঃ মুসলিম স্থাপত্যের সূচনাকারী […]