শিউলিমালা একাডেমির ‘একাডেমি বিভাগ’ এর উদ্যোগে বিশেষ সেমিনার “হাল আমলের অর্থনৈতিক সংকট ও যুবসমাজের ভাবনা”। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন একাডেমির ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শ্রদ্ধেয় নাজিয়া তাসনিম। ইসলামী সভ্যতার সাড়ে সাতশ বছরে আমাদের এ অঞ্চলের অর্থনীতি ছিলো পৃথিবীর অন্যতম সেরা অর্থনীতি, যেখানে দারিদ্র্য, খাদ্য সংকট, বেকারত্বের মত সমস্যাগুলো ছিল প্রায় অনুপস্থিত। কালের পরিক্রমায় বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার যে বেহাল দশা, সেটাকে সমৃদ্ধিশালী করে তুলতে অর্থনীতির সকল সেক্টরে কীভাবে শক্তিশালী পরিকল্পনা গ্রহণ করা যায় এবং সে অনুযায়ী কাজ করা যায় সেজন্য যুবসমাজের সচেতনতার গুরুত্ব উপলব্ধি করেই শিউলিমালা একাডেমির এ আয়োজন। আজও আমাদের রয়েছে বিপুল সম্ভাবনা। আর তাই খাদ্য, মৎস্য, বনাঞ্চল, খনিজ, বন্দর , পোশাক শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোর দুর্দশা কাটিয়ে তুলে কীভাবে স্থায়ী সমাধান ও মুক্তির দিকে ধাবিত হওয়া সম্ভব সেটি যুবসমাজের কাছে তুলে ধরার চেষ্টা করেন শ্রদ্ধেয় আলোচক। পরিশেষে, ভ্যাট ও সুদনির্ভর অর্থনীতির নিগুঢ় থেকে বেরিয়ে এসে একটি দেশ ও জাতির ভবিষ্যৎ বিনির্মাণকারী তরুণ সমাজকে ন্যায়ভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে শক্তিশালী ভূমিকা রাখার আহবান জানান।
হাল আমলের অর্থনৈতিক সংকট ও যুবসমাজের ভাবনা


